রাজস্থলীতে ৪৫ তম বিজ্ঞান মেলা সমাপ্ত 


আইয়ুব চৌধুরী    |    ০৬:১৮ পিএম, ২০২৪-০১-৩০

রাজস্থলীতে ৪৫ তম বিজ্ঞান মেলা সমাপ্ত 

মোঃ আইয়ুব চৌধুরী 

রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রবিবার (৩০জানুয়ারি) ১২টায় রাজস্থলী  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। 

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা, সাংবাদিক আজগর আলী খান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম,আদোমং মারমা, পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাসক সুনিত মুৎসুর্দ্দী প্রমুখ। 

দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলায় রাজস্থলী উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন।